প্রয়াত রতন টাটা! মাত্র ৮৬ বছর বয়সে মারা গেলেন। Ratan Tata

Ratan Tata, যিনি টাটা গ্রুপ এর চেয়ারম্যান ছিলেন। এবং ভারতরের ধোনি শিল্পপতিদের মধ্যে একজন অন্যতম মুখ ছিলেন এই রতন টাটা। প্রয়াত রতন টাটা! মাত্র ৮৬ বছর বয়সে মারা গেলেন

গত রবিবার রাতে মুম্বাই এর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে নানান খবর শোনা যাই, যদিও রতন টাটা এই সম্পকে ইনস্টাগ্রাম এবং X হ্যান্ডেল এ একটি পোস্ট করে জানিয়ে দেন বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে হাসপাতালে গিয়েছিলেন। এবং বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেলো। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৬ বছর।

রতন নাভাল টাটা ২৮ ডিসেম্বর ১৯৩৭ সালে জন্ম গ্রহণ করেন। তিনি একজন শিল্পপতি এবং পরোপকারী হিসাবেই মানুষে চেনে। তিনি ১৯৯০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ছিলেন। ২০০৮ সালে ভারতের দৃতীয় সব থেকে বড়ো নাগরিকত্বের পুরস্কার পদ্মা ভূষণ পুরস্কার পান।